Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

বগি লাইনচ্যুত হওয়ায় রেললাইনের বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন 

আপডেট : ১৬ জুন ২০২২, ০১:৫৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে এ রেললাইনের বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। 

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম জানান, “জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশের সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা- ময়মনসিংহ রুটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। স্টেশনে মহুয়া, জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন আটকে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। উদ্ধার তৎপরতা শুরু হলে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”

   

About

Popular Links

x