মেগা প্রকল্প পদ্মা সেতুর জন্য অর্থায়ন বাতিল করায় বিশ্বব্যাংকের অবশ্যই “ক্ষমাপ্রার্থনা” ও “দুঃখ প্রকাশ” করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. একে আব্দুল মোমেন বলেন, “বিশ্বব্যাংককের মতো বড় প্রতিষ্ঠান সবসময় ভালো কাজ করে এমন কোনো নিশ্চয়তা নেই।”
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিশ্বব্যাংক কর্তৃক যারা হয়রানির শিকার হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তা স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। বৈশ্বিক ঋণদানকারী এই সংস্থা যে বড় অন্যায় করেছে, তা স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত।”
প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাসকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ওই সংস্থার প্রধানকে আমন্ত্রণপত্রটি ই-মেইল করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “পদ্মা সেতুর স্ব-অর্থায়নে তার সরকারের পদক্ষেপ বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ধরনের সাহসী সিদ্ধান্ত জাতির আত্মবিশ্বাস ও মানসিক শক্তিকেও বাড়িয়ে দিয়েছে।”