Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৫ জুন পর্যন্ত বন্ধ থাকছে শাবি

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকাও বন্যার পানির কবলে পড়েছে

আপডেট : ১৭ জুন ২০২২, ১২:৪৪ পিএম

চলমান বন্যা পরিস্থিতিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকালে জরুরী সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, “টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকাও বন্যার পানির কবলে পড়েছে। এ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

শাবি কোষাধ্যক্ষ আরও বলেন, “সবার সর্বিক নিরাপত্তার দিক বিবেচনা করে শুক্রবার সকালে জরুরী সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”

উল্লেখ্য, দেশব্যাপী বন্যা পরিস্থিতির অবনতি হওয়া ১৯ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া সব বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা স্থগিত করেছে সরকার।

   

About

Popular Links

x