Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

সরকারি হাসপাতালে আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবে কুমিল্লার পদ্মা-সেতু

কুমিল্লার বরুড়ায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা ও সেতু দেশের সরকারি হাসপাতালগুলোতে আজীবন ফ্রিতে চিকিৎসা পাবে

আপডেট : ২১ জুন ২০২২, ০৬:৩০ পিএম

কুমিল্লার বরুড়ায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা ও সেতু দেশের সরকারি হাসপাতালগুলোতে আজীবন ফ্রিতে চিকিৎসা পাবে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুমুর আক্তার নামে এক নারী দুই জমজ কন্যা সন্তানের জন্ম দেন।


আরও পড়ুন- এবার কুমিল্লার দুই সদ্যোজাত জমজ শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু


তিনি আরও জানান, আমরা খুবই আনন্দিত। পদ্মা ও সেতুর চিকিৎসা ফ্রি করা হয়েছে। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের একটি প্রত্যয়নপত্র দিয়েছি। এই প্রত্যয়ন ব্যবহার করে তারা দেশের যেকোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বা হাসপাতাল থেকে ফ্রি সেবা নিতে পারবে। তবে সেটা বেসরকারি হাসপাতালে প্রযোজ্য হবে না।

কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, “দেশপ্রেমকে তারা অসাধারণভাবে তুলে ধরেছেন। এটা সারাজীবন স্মৃতি হয়ে থাকবে। দেশের উন্নয়নকে এমন ভিন্নভাবে তুলে ধরলেই আমরা খুশি। পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের একটা জাদুকরী উন্নয়ন। আমার খুবই ভালো লেগেছে তাদের নাম গুলো।”

About

Popular Links