Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সরকার

আপডেট : ২৩ জুন ২০২২, ০৪:৪৫ পিএম

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) রূপম আনোয়ার।

বৃহস্পতিবার (২৩ জুন) রূপম আনোয়ার জানান, বুধবার সেতু বিভাগ ইউনূস সেন্টারে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রহিমা খাতুন।

তিনি জানান, তারা ইতোমধ্যে অধ্যাপক ইউনূসের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার কোটি টাকায় ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ কাজ ২০১৫ সালের ডিসেম্বরে শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসে সেতুর প্রথম স্প্যান। এর পাঁচ বছরের মাথায় সেতু নির্মাণ শেষ হয়। আগামী ২৫ জুন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।

About

Popular Links