Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশে ২৪ ঘণ্টায় আরও ১,৬৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত

নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.১৮%

আপডেট : ২৪ জুন ২০২২, ০৪:৫৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাইভাইরাস শনাক্ত হয়েছে ১,৬৮৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনে। 

তবে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ফলে দেশে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩৫ জনে অপরিবর্তিত থাকলো।

শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৩৩টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮৩৯টি।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২.১৮%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৫%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.১৬%। অন্যদিকে, মৃত্যুর হার ১.৪৯%।

   

About

Popular Links

x