Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজবাড়ীতে পাটক্ষেত থেকে গোপনাঙ্গ কাটা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট : ২৭ জুন ২০২২, ১১:১৬ এএম

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

রবিবার (২৬ জুন) সকালে বালিয়াকান্দির হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্র বাদল মোল্লা বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ূন মোল্লার ছেলে।

জাহিদ হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওই পাটক্ষেতের পাশে ঘাস কাটতে যান তিনি। এ সময় মরদেহটি পড়ে থাকতে দেখে বাড়ির ও স্থানীয় মানুষদের খবর দেন।

পুলিশ জানায়, মরদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থলে এখনও পুলিশ কাজ করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x