রাজধানীতে দ্রুতগামী ট্রাকের চাপায় বি এ এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহতের নাম মোহাইমিনুল ইসলাম সিফাত (২১)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাজধানীর শিক্ষা ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিফাতের বন্ধু ফুয়াদ বলেন, “আমরা রাতে ৮ বন্ধু মিলে পুরান ঢাকায় মোটরসাইকেল নিয়ে খাওয়া দাওয়া করতে যাই। ফেরার পথে আমরা মোটরসাইকেল চালিয়ে সামনে চলে আসি। পরে ফোনে জানতে পারি দুই বন্ধু সিফাত ও শাকিল ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। সঙ্গে সঙ্গে শিক্ষা ভবনের সামনে গিয়ে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।”
ফুয়াদ জানান, সিফাত বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সে কোচিং করছিল। তার বাসা কচুক্ষেত এলাকায়।