প্রতারণামূলক বাংলাদশি ভিসা পরিচালনা ও অর্থচুরির অভিযোগে চার বাংলাদেশি অভিবাসী এবং এক ভারতীয় নাগরিককে শুক্রবার কারাগারে পাঠিয়েছে যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত।
তাদের বিরুদ্ধে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস (এইচএমআরসি) থেকে ১৩ মিলিয়ন পাউন্ড চুরির অভিযোগ রয়েছে।
বৃটিশ সংবাদপত্র টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণা চক্রের মূল হোতা আবুল কালাম মুহাম্মদ রেজাউল করিম বর্তমানে পলাতক রয়েছেন। তার সহযোগীরা ৩২ টি ভুয়া কোম্পানি স্থাপন করে এবং বাংলাদেশি নাগরিকদের দ্বারা ব্যবহৃত প্রায় ৯০০ নকল ভিসা আবেদনপত্র তৈরি করে।
৩৫ সপ্তাহের বিচার শেষে দোষী সাব্যস্ত হওয়ায় করিমকে (৪২) সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। লন্ডনের বেকটনের আলবার্ট বেসিন ওয়েতে বসবাসকারী করিমের অনুপস্থিতিতেই বিচারকাজ চলে।