বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কার্যকাল শেষ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সুধাকর দালেলা। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের উপপ্রধান।
রবিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
এর আগে ঢাকার ভারতীয় দূতাবাসে কূটনীতিবীদ হিসেবে কাজ করেছেন দালেলা। এছাড়া মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন দালেলা। ইসরায়েলের তেল আবিব মিশন থেকে তিনি হিব্রু ভাষায় দক্ষতা অর্জন করেন। সুধাকর দালেলা ব্রাসিলিয়া, শিকাগো, জেনেভা, ঢাকা এবং ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের কূটনীতিবীদ হিসেবে কাজ করেছেন। এর আগেও তিনি ওয়াশিংটনে মিনিস্টার পলিটিক্যাল অ্যাফেয়ার্স হিসাবে কাজ করেন।
বাংলাদেশের বর্তমান ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে বদলি করা হচ্ছে ব্রিটেনে। সেখানকার রাষ্ট্রদূত হতে যাচ্ছেন তিনি।