Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত

আকাশ নবম ও সাব্বির দশম শ্রেণির শিক্ষার্থী

আপডেট : ০৫ জুলাই ২০২২, ১২:২৪ পিএম

রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন, মো. আকাশ (১৬) ও মো. নাজিম হোসেন সাব্বির (১৮)। আকাশ নবম ও সাব্বির দশম শ্রেণির শিক্ষার্থী। দুজনের বাসা রাজধানীর বাংলামোটর এলাকায় বলে জানা গেছে।

আকাশ ও সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন মো. সিয়াম নামের এক ব্যক্তি। তিনি জানান,পাঁচ থেকে ছয়জন মাদকসেবীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x