Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঈদের সময় লঞ্চেও তোলা যাবে না মোটরসাইকেল

ঈদযাত্রীদের লঞ্চে ওঠা-নামার সুবিধার্থে বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:৫০ পিএম

ঈদের সময় মহাসড়কে মোটরবাইক চালানো নিষিদ্ধের পর এবার যাত্রীবাহী লঞ্চেও এই যান পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

ঈদযাত্রীদের লঞ্চে ওঠা-নামার সুবিধার্থে বুধবার (৬ জুলাই) থেকে ১০ দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

কয়েকদিন আগে নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. মোবারক হোসেন মজুমদারের বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের একটি বড় অংশের ভরসার নাম হয়ে ওঠে মোটরসাইকেল। তবে এতে দুর্ঘটনা বাড়ে বলে পরিসংখ্যানে উঠে এসেছে।

সম্প্রতি পদ্মা সেতুতে মোটরসাইকেলের ওঠা নিষিদ্ধ করা হয়। এরপর গত রবিবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ঈদের সময় সাত দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে। সেই সঙ্গে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না বলেও জানানো হয়।

About

Popular Links