Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

অক্টোবরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মেট্রোরেল

জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমডি এম এ এন সিদ্দিক

আপডেট : ০৮ জুলাই ২০২২, ১১:৫৪ এএম

বাংলাদেশে ব্যয়বহুল প্রকল্প মেট্রোরেল আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মেট্রোরেলের উদ্বোধনের দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “প্রথম অংশ পরিচালনার জন্য নিযুক্ত জনশক্তির প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।”

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির এমডি বলেন, “প্রথম চারটি স্টেশনের এক্সিট-এন্ট্রির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর রুফসিট বসানোর কাজ চলছে। আগারগাঁও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনো কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্রাক বসানো হয়েছে।”

এম এ এন সিদ্দিক জানান, ১৪ জোড়া কোচ ইতোমধ্যে আনা হয়েছে। এর মধ্যে ১০টির পারফর্মেন্স টেস্ট চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে।

জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।

About

Popular Links