Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৯ জন হাসপাতালে

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৫:০৬ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে কোনো রোগী ভর্তি হননি। 

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ১১৩ জন ভর্তি আছেন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৮ জন ডেঙ্গু রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৩৭৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে এক হাজার ২৫৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

তবে গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১০৫ জন মারা যান।

   

About

Popular Links

x