Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

সেতুমন্ত্রী: ঈদে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করেছে

সড়কের কোথাও এবার যানজট হয়নি বলেও উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট : ১২ জুলাই ২০২২, ০১:০৬ পিএম

এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সড়কের কোথাও এবার যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে।”

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “এ বছর একটা রুটে সমস্যা বেশি হয়েছে, সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না। পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছে।”

About

Popular Links