Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

এ নিয়ে এবারের হজে ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

আপডেট : ১২ জুলাই ২০২২, ০১:৪১ পিএম

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজে ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়। সদ্য মারা যাওয়া দুজন হলেন শিরিনা আক্তার (৬০) ও মো. রফিকুল ইসলাম (৫২)।

শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি ৭ জুলাই মারা যান।

মো. রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি ৩ জুলাই মারা যান।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) হজ পালিত হয়।

এ বছর সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন বাংলাদেশি। বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে ১৪৭টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।

About

Popular Links