Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন

আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:৫২ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিরুল ইসলাম।

মঙ্গলবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে ভেড়ামারা উপজেলার কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বরিয়া গ্রামের মৃত আ. হামিদের ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফ উল আলম পিয়াস (২৮)। তবে নিহত আরও একজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

এসআই মহিরুল ইসলাম বলেন, “মঙ্গলবার বিকালে সাতবাড়ীয়া হাওয়াখালী মাঠের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনজনের মৃত্যু হয়।”

তিনি আরও জানান, নিহত আরও একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

About

Popular Links