Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

একদিনের ব্যবধানে পদ্মা-সেতুর মৃত্যু, বেঁচে রইলো শুধু স্বপ্ন

গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিটি হাসপাতালে স্বাভাবিকভাবে পদ্মা, সেতু ও স্বপ্ন নামের তিন কন্যাসন্তানের জন্ম হয়েছিল

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১২:৩৯ পিএম

দিনাজপুরের বিরামপুরে গত ১৮ জুলাই তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম নামে এক মা। ওই শিশুদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। ছয়দিন পর অসুস্থতার কারণে মারা যায় পদ্মা। এর একদিন পর মারা যায় সেতু। ট্রিপলেট বোনদের মধ্যে এখন কেবলমাত্র স্বপ্নই বেঁচে রইলো।

শনিবার (২৩ জুলাই) বিকালে মারা যায় পদ্মা। একদিনের ব্যবধানে দুই মেয়েকে হারিয়ে পুরো পরিবার বাকরুদ্ধ। দুই সন্তানের মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাবা জাহিদুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন কন্যাসন্তানের জন্ম দেন প্রসূতি সাদিনা বেগম। গত ২৫ জুন উদ্বোধন হওয়া পদ্মা সেতুকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

জাহিদুল ইসলাম বলেন, “তিন সন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমার স্ত্রী সাদিনা বেগম মুঠোফোনে পদ্মার অসুস্থতার বিষয়ে জানান। আমি বাড়িতে ফেরার আগেই পদ্মার মৃত্যু হয়। পরে রবিবার রাতে সেতুও একইভাবে মারা যায়।”

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, “তিন শিশুর মধ্যে গতকাল পদ্মার মারা যাওয়ার বিষয়টি জেনেছিলাম। আজ আবার কিছুক্ষণ আগে সেতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলাম।”

   

About

Popular Links

x