Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

চীনের দুটি নতুন রুটে চলাচলের অনুমতি পেলো বিমান

ওই দুই রুটে ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত মাসের শেষদিকে চীনের কাছে চিঠি পাঠিয়েছিল

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৯:৫১ এএম

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চীনের দুটি নতুন রুটে চলাচলের অনুমতি পেয়েছে। সংস্থাটি ঢাকা-কুনমিং এবং ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনার ছাড়পত্র পেয়েছ।

সোমবার (২৫ জুলাই) বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানান, যদিও চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি আসেনি, তবে তারা ওই দুই বাণিজ্যিক রুটে ইতোমধ্যে বোয়িং-৭৭৭ পরিচালনার পরিকল্পনা করেছে।

ঢাকা-কুনমিং এবং ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত মাসের শেষদিকে চীনের কাছে চিঠি পাঠিয়েছিল।

বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের তথ্যমতে, চীনের দুটি নতুন রুটে বিমানের ফ্লাইট পরিচালনার অনুমোদনের মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভ্রমণ আরও সহজতর হবে।

   

About

Popular Links

x