Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে চারজন ঢাকা ও একজন ময়মনসিংহের

আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৬:৫৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৮০ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬২৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জনে।

বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৬২১ জন। ওই সময় মৃত্যু হয় ৪ জনের। নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৫৩টি। পরীক্ষা করা হয় ১ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬.১৪%।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮৩৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন। এই সময়ে নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ২২৫টি। পরীক্ষা করা হয় ৯ হাজার ১৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৮৩%। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৪%।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে চারজন ঢাকা ও একজন ময়মনসিংহের।

About

Popular Links