Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

পুলিশের গুলিতে পুলিশ আহত

রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সে এই ঘটনা ঘটে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ০৮:২৩ পিএম

রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সে পেট্রোল ইন্সপেক্টর (পিআই) সাইফুল ইসলামের আগ্নেয়াস্ত্র থেকে দুর্ঘটনাবশত বেরিয়ে যাওয়া গুলিতে বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান আহত হয়েছেন।

মঙ্গলবার দুপরে সহকারী কমিশনার (এসি-পেট্রোল) ইলিয়াস হোসেনের কক্ষে এ ঘটনা ঘটে।

ঘটনার তদন্তে অতিরিক্ত উপ-কমিশনার (মতিঝিল) শিবলি নোমানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

যোগাযোগ করা হলে শিবলি নোমান ইউএনবিকে জানান, দুপুরে এসআই ওবায়দুর, পিআই সাইফুল ও এসি (পেট্রোল) ইলিয়াস একসাথে পুলিশ বক্সে ইলিয়াসের রুমে বসা ছিলেন। এসময় সাইফুল তার আগ্নেয়াস্ত্র পরিষ্কার করা শিখছিলেন। সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একটি গুলি দুর্ঘটনাবশত তার আগ্নেয়াস্ত্র থেকে বেরিয়ে গিয়ে ওবায়দুরের দুই পায়ে আঘাত করে।

ওবায়দুরকে প্রথমে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত, জানান এডিসি নোমান। 

এক প্রশ্নের জবাবে তিনি ইউএনবি'কে জানান, ঘটনার তদন্তে তার নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

About

Popular Links