করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৯১ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ২৫৭ জনে।
রবিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল এবং ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬.৬৪%।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭২০টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৩৮%।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৩%। অন্যদিকে, সুস্থতার হার ৯৬.৮৭% এবং মৃত্যুহার ১.৪৬%।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ছিলেন ঢাকা, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে ২১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৩৭ জেলায় গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে, যা গত সপ্তাহের চেয়ে কম।
নতুন শনাক্তদের মধ্যে ২২৬ জন ঢাকা বিভাগের, ৬ জন ময়মনসিংহ বিভাগের, ৫০ জন চট্টগ্রাম বিভাগের, ২৪ জন রাজশাহীর, ৫ জন রংপুর বিভাগের, ২৮ জন খুলনা বিভাগের, ১১ জন বরিশাল বিভাগের এবং ১৫ জন সিলেট বিভাগের।