নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা।
সোমবার (১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ওসমানী মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দুই ছাত্র হলেন, মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)।
হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন– নগরের মুন্সিপাড়া এলাকার মাহিদ হাসান রাব্বী (২৭) এবং কাজলশাহ এলাকার এহসান আহমদ (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
এদিকে হামলার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হাসপাতালের ফটকের সামনে বিক্ষোভ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ৫ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
তবে হাসপাতালের পরিচালক ও ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষের আশ্বাসে তারা আন্দোলন মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন।