Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বব্যাংক ও এডিবির কাছে ২ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ

গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০১:১৫ পিএম

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।

ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে বুধবার (৩ আগস্ট) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি সরকার এই দুই ঋণদাতার প্রত্যেকের কাছে ১ বিলিয়ন ডলার ঋণ চেয়ে চিঠি দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

তবে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, বিশ্বব্যাংক এবং এডিবি’র কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানা যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ, যার জিডিপি ৪১৬ বিলিয়ন ডলার। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির ফলে আমদানি বিল এবং চলতি হিসাবের ঘাটতি বেড়েছে।

কয়েকদিন আগেই বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪.৫ বিলিয়ন ডলার চেয়েছে।

গত সপ্তাহে আইএমএফ জানায়, তারা বাংলাদেশের সঙ্গে ঋণের অনুরোধ নিয়ে আলোচনা করবে।

About

Popular Links