ফরিদপুরের মধুখালীতে ছাগল চুরির মামলায় এক ইউপি সদস্যসহ দুজনকে গেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগষ্ট) তাদের ফরিদপুরের ১ নং আমলী আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. ফারুক হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে ৫ নং ইউপি সদস্য আলম মোল্যা ও তার সহযোগী জুবায়ের হোসেন। তাদের বাড়ি ওই ওয়ার্ডের মাকড়াইল গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
তিনি বলেন, “বুধবার সন্ধ্যায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের বাসিন্দা পারুল বেগম বাদী হয়ে ছাগল চুরির একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় রাতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
মামলার বাদী পারুল বেগম বলেন, “আমি এবং আমার ছেলে পারভেজ বুধবার সকালে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাই। দুপুরে বাড়িতে এসে দেখি আমার ছাগল নেই। অনেক খোঁজখুজির পরে হাটে যেয়ে দেখি আমার ছাগল এরশাদ ব্যাপারীর কাছে দেখি। সে আলম মেম্বারের কাছ থেকে ছাগলটি কিনেছে বলে জানায়। পরে মধুখালী থানা পুলিশের সহযোগিতায় ছাগলটি উদ্ধার করি এবং থানায় মামলা করি।”