Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বিআরটিএ’র সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক বিকেলে

গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:৩৩ পিএম

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৬ আগস্ট) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য শনিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবে পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন। বিকেল ৫টায় বিআরটিএর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য শনিবার সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা।

এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

   

About

Popular Links

x