Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাঁচ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলক কোভিড টিকা ১১ আগস্ট থেকে

শিশুদের এই টিকা নিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৪৫ পিএম

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী ১১ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২৬ আগস্ট থেকে পুরোদমে টিকা দেওয়া শুরু হবে।

রবিবার (৭ আগস্ট) দুপুরে মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটোরিয়ামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান।

শিশুদের এই টিকা নিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই বাংলাদেশ ভালো আছে উল্লেখ করে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “করোনা নিয়ন্ত্রণে আছে বলে স্বাস্থ্য সেবা ভালো চলছে, শিল্প ও আমদানি-রফতানি চালু আছে। আমাদের কর্মীরা অনেক দেশেই এখন যেতে পারে। অনেক দেশ আছে, যারা করোনা নিয়ন্ত্রণ করতে না পেরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

About

Popular Links