Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় নিজের গুলিতেই গুলিবিদ্ধ পুলিশ

নিজের অস্ত্রের গুলি বেরিয়ে আবু মুছার পেটে বিদ্ধ হয়

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০৬:১৭ পিএম

খুলনা জেলা পুলিশের ফায়ারিং রেঞ্জে ট্রেনিংয়ের সময় নায়েক আবু মুছা (২৫) নিজের অস্ত্রের লক্ষভ্রষ্ট গুলিতে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বরিশাল জেলা পুলিশে কর্মরত।

বুধবার বেলা ১১টায় খুলনা জেলা পুলিশের ফায়ারিং রেঞ্জে বার্ষিক ফায়ারিংয়ের ট্রেনিংয়ের সময় এ দূর্ঘটনা ঘটে।

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট শেখ ওমর ফারুক বলেন, আবু মুছাকে তাৎক্ষনিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফায়ারিংয়ের সময় ৯নং টার্গেটে ফায়ারিং এর প্রস্তুতিকালে বরিশাল জেলা পুলিশের নায়েক আবু মুছা (নায়েক নং ৪৮) নিজের অস্ত্রে গুলি লোড দেন।কিন্তু পরে গুলি বের না হওয়ায় অস্ত্রটি সচল করার চেস্টা করেন। এ সময় অস্ত্রের গুলি বেরিয়ে আবু মুছার পেটে বিদ্ধ হয়। 


আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ আহত


 খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন জানান, ফায়ারিংয়ের সময় আবু মুছার নিজের রাইফেলে গুলি আটকে যায় । তখন তিনি অস্ত্রটি সচল করার সময় গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে তার পেটে নিচের অংশে লাগে।


About

Popular Links