Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আহত ২০

দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বিঘ্নিত হয়

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১০:০২ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তাহমিনা খান অনলাইন সংবাদমাদ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “দুর্ঘটনায় আহত ২০ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

এ বিষয়ে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান জানান, এক্সপ্রেসওয়েতে রাত ৯টার দিকে দুটি বাসের সংঘর্ষ হয়। এ সময় দুই বাসের ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি জানান, দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

About

Popular Links