Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে আরও ৯৬ ডেঙ্গু রোগী

নতুন আক্রান্তের ৬৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৭ জন

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৫:২৩ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।

সোমবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ৩২৭ জন, আর বাকি ৭০ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ৩ হাজার ৮৫৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৪২ জন।

   

About

Popular Links

x