Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ব্রিজ থেকে বাস ছিটকে খাদে, ১৪ যাত্রী আহত

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে 

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৯:৩২ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি যাত্রীবাহী বাস ব্রিজ থেকে ছিটকে নিচে পড়েছে। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে সাতকানিয়া উপজেলার নয়াখাল তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৩ জনের নাম জানা গিয়েছে। তারা হলেন- আল আমিন (২১), হালিমা বেগম (১৬), শারমিন আক্তার (২৫), মুহাম্মদ জায়াদ (৫), একরাম (৩২), মুহাম্মদ নাসির উদ্দিন (২৭), মুহাম্মদ আবদুল্লাহ (১২), মুহাম্মদ সরওয়ার কামাল (৩৫), আবুল হাসেম (৪৫)। , জেসমিন আক্তার, ৩৫, ফরিদা আক্তার, ১৭, মাহমুদা খাতুন, ৬০ এবং হাসান নূর (১৮)। আহত আরেকজনের নাম জানা যায়নি।

এসএম হুমায়ুন বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর দিয়ে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। আহত ১৪ জনকে উদ্ধার করে নিকটবর্তী উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বলেন, তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। বাসটিও উদ্ধার করা হয়েছে।

About

Popular Links