Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, সেনা সদস্য নিহত

সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ১৬ ইসিবির একটি জিপ গাড়ি জেলার আলীকদম থেকে থানচি আসছিল

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৯:১৭ পিএম

বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টার দিকে থানচি -আলীকদম সড়কের ডিমপাহাড় এলাকায় ২৮ কিলো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সেনা সদস্যের নাম শিমুল (২৮)। অন্যদিকে, আহত তিন সেনা সদস্য হলেন- জিপচালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম।

জানা যায়, সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ১৬ ইসিবির একটি জিপ গাড়ি জেলার আলীকদম থেকে থানচি আসছিল। আলীকদম-থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

থানচি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

About

Popular Links