Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বেসরকারি শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার আদেশ

জুন মাসের বেতনের পাঁচ শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৮:০১ পিএম

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার আদেশ জারি করেছে সরকার। এর বেসরকারিআগে বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের ইনক্রিমেন্টের আদেশ জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আলাদা আদেশ জারি করে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২৭ নভেম্বর  এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ২৯ নভেম্বর স্বাক্ষরিত  আদেশে বলা হয়, জুন মাসের বেতনের পাঁচ শতাংশ হারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। গত ৩০ জুন যাদের চাকরি ছয় মাস হয়েছে, তারা এই ইনক্রিমেন্ট পাবেন। বেতন বৃদ্ধি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা সংক্রান্ত বিষয়ে আদেশে বলা হয়, গত ৩০ জুনের মাসিক বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পাবেন। বাংলা ১৪২৬ সাল থেকে এই ভাতা কার্যকর হবে।


About

Popular Links