Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

রেলমন্ত্রী: আগামী জুনে পদ্মা সেতুতে ট্রেন চলবে

ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে স্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৫:১৮ পিএম

২০২৩ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার (২০ আগস্ট) ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা জংশন স্টেশনে রেললাইনে স্লিপার স্থাপন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী জানান, ভাঙ্গা থেকে জাজিরা পর্যন্ত ২৮ কিলোমিটার রেলপথ রয়েছে। এ পথে স্লিপার স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে।

মন্ত্রী বলেন, “ভাঙ্গা স্টেশনকে আধুনিক জংশন করে গড়ে তোলা হচ্ছে। এ জংশনে মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর রেল সংযোগের স্টেশন পয়েন্ট হবে।”

এ সময় রেল প্রকল্পের সেনাবাহিনীর চিফ কো অর্ডিনেটর মো. জাহিদ হোসেন, সেনাবাহিনীর বিভিন্ন অফিসার, রেলওয়ে নির্মাণ কাজের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

About

Popular Links