Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্ত্রীকে কুপিয়ে খুন

প্রত্যক্ষদর্শীরা বীরবলকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ পিএম

নেত্রকোনায় ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেছেন এক স্বামী।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে শহরের নাগড়া এলাকার জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ঝুমা সদরের বাংলা ইউনিয়নের অজিত দাসের মেয়ে। স্বামী বীরবল পৌর শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির এলাকার মৃত রাম সিংহর ছেলে। বীরবল পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।

প্রত্যক্ষদর্শীরা বীরবলকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

বীরবলের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান ইউএনবিকে জানান, ‘স্ত্রী ঝুমা চৌহান অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে খুন করেছে বীরবল।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x