Thursday, June 13, 2024

সেকশন

English
Dhaka Tribune

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৭:৩১ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে ভৈরব উপজেলার পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দেব লাল (১৫), তার চাচাতো ভাই মিলন লাল (৩০) ও সুনামগঞ্জের মোবারক হোসেন (২৫)। আহতরা হলেন আব্দুল্লাহ, সানি ও আকাশ।

ওসি জানান, দুপুরে উপজেলার পৌরসভার একটি সড়কে বৈদ্যুতিক খুঁটি সরানোর সময় ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

About

Popular Links