Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: সাজাপ্রাপ্ত আসামি লাকীর মৃত্যু

তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ছিলেন

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:৫১ এএম

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ।

শনিবার (২৭ আগস্ট) ভোররাতে তিনি কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক ছিলেন।

জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে ২৪ অক্টোবর সামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল।

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশানসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।

   

About

Popular Links

x