Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমারের মর্টার শেল ছোড়ার কঠোর প্রতিবাদ জানাবে ঢাকা

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার দুটি মর্টার ছুঁড়ে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০:০৩ পিএম

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টার শেল ছোড়ার কঠোর প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার দুটি মর্টার ছুঁড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

পররাষ্ট্র সচিব বলেন, “আমরা এরকম ঘটনার স্বাভাবিক প্রতিবাদ করি। কিছুদিন আগে আমরা একই রকম ঘটনার খবর পেয়েছিলাম। আমরা আবারও মিয়ানমারের প্রতি কঠোর প্রতিবাদ জানাবো।”

আরও পড়ুন- ওপার থেকে নাইক্ষ্যংছড়িতে মর্টারশেল ছুড়ল মিয়ানমারের বিজিপি

তিনি আরও বলেন, “প্রথমত এটি তদন্ত করা হবে যে বাংলাদেশের অভ্যন্তরে এটি নিক্ষেপ দুর্ঘটনাবশত ছিল, না ইচ্ছাকৃত ছিল।”

প্রসঙ্গত, ২৮ আগস্ট দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু নো ম্যান্স ল্যান্ডের কাছে মর্টারশেল নিক্ষেপ করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় পর পর তিনটি মর্টারশেল নিক্ষেপ করা হয় বলে জানা যায়।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং সেখানে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

About

Popular Links