আগামী ১ সেপ্টেম্বর থেকে কেজিপ্রতি ৩০ টাকায় খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করবে সরকার।
সোমবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২,৩৬৩টি কেন্দ্রে চাল পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অগ্রাধিকার ভিত্তিতে টিসিবি কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে চাল পাবেন।
এছাড়া, কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে ৫০ লাখের বেশি পরিবার ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল পাবেন।