Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি নির্মাতাদের প্রশংসায় কলকাতার অনির্বাণ

কিছুদিন আগে ‘কারাগার’ ওয়েব সিরিজ দেখে চঞ্চল চৌধুরীর প্রশংসা করেছিলেন সৃজিত মুখার্জি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:১১ পিএম

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার সিরিজের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন কলকাতার বাসিন্দা অভিজিৎ রায়চৌধুরী। তিনি বলেছিলেন, “বাংলাদেশের অন্তত দুটি ওয়েব সিরিজ দেখেনি, এমন লোক আমার পরিচিত মহলে নেই বললেই চলে।”

কিছুদিন আগে “কারাগার” ওয়েব সিরিজ দেখে চঞ্চল চৌধুরীর প্রশংসা করেছিলেন সৃজিত মুখার্জি। তিনি বলেছিলেন, “চঞ্চল চৌধুরী গোটা উপমহাদেশের গর্ব!”

এবার কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্যের মুখে শোনা গেলো বাংলাদেশি কন্টেন্টের উত্থানের কথা। তিনি বলেছেন, “প্রত্যেকটা দেশেই এমন একটা সময় আসে, এমন নির্মাতা-শিল্পী আসেন, যারা সিনেমার গতিপথ বদলে দেন। যেমন যুক্তরাষ্ট্রে ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্টিন স্করসিস সবাই একই সময়ে আবির্ভূত হলেন এবং আমেরিকান সিনেমা বদলে গেলো।”

বাংলাদেশেও সেই জোয়ার এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশও এই সময়টার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ অন্ধকার সময় পেরিয়ে তারা এগিয়ে আসছে। আশফাক নিপুণ (মহানগর), শাওকী (কারাগার), সুমন- যিনি ‘হাওয়া’ বানিয়েছেন; তাদের মাধ্যমে সিনেমার গতিপথ পাল্টে যাবে।”

তার মতে, কলকাতা এই জায়গা থেকে পিছিয়ে রয়েছে। সেখানেও বাংলাদেশের মতো কোনো উত্থান ঘটবে বলে প্রত্যাশা তার।

About

Popular Links