যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৫৩ লাখ টাকা।
আটক ব্যক্তির নাম আসিকুর রহমান (৩৬)। তিনি বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের বাসিন্দা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। জব্দ স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি ৫৩ লাখ টাকা।”
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।