Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নিহত আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব‌্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেন ও সেলিনা বেগম দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় আলী হোসেন। সে তেজগাঁও কুনিয়াপাড়ায় পরিবারের সঙ্গে থাকতো।

নিহত শিক্ষার্থীর বাবা আজমির হোসেন জানান, সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলী হোসেন। এরপর তিনি ৮টার দিকে ছেলের দুর্ঘটনার খবর পান। প্রথমে তাকে আশেপাশের লোকজন সমরিতা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে পরে তিনি আলী হোসেনকে ঢাকা মেডিকেলল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি আজমির হোসেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৌনে সকালে বিজিপ্রেস এলাকায় চেকপোস্টের ডিউটি করছিলেন তারা। তখন একটি শব্দ শুনতে পান। পরে সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ওই স্কুলছাত্র। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠান তারা।

তিনি আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশের লোকজন বলতে পারেনি।

   

About

Popular Links

x