Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ তিন

নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে ফায়ার সার্ভিস ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ পিএম

রাজশাহীতে পদ্মা নদীতে প্রবল স্রোতে একটি খড়বোঝাই ডিঙি নৌকা ডুবে গেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। নিখোঁজ তিনজন হলেন- মো. সাদেক আলী, নজরুল ইসলাম ওরফে নজু, গোলাম নবী। তারা সবাই রাজশাহী নগরীর কাটাখালি থানার চর শ্যামপুর এলাকার বাসিন্দা। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারির নেতৃত্বে নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদের অভিযান অব্যাহত রয়েছে।

একেএম লতিফুল বারি জানান, পদ্মার ওপার থেকে ২০ জন আরোহী নিয়ে খড়বোঝাই নৌকাটি মিজানের মোড় বালুর ঘাটে আসছিল। নদীর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। ১৬ জন আরোহী সাঁতার কেটে পাড়ে ফিরলেও তিনজন তলিয়ে যান।

তিনি আরও জানান, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। উদ্ধারকর্মীরা ৭টা ৫৫ মিনিটে রওনা দেন। চারজন ডুবুরি অভিযানে আছেন। এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ঘাস বোঝাই আরেকটি নৌকা ডুবে যায়। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।

   

About

Popular Links

x