Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ৮

বাঁশেরপুল নতুন রাস্তার উপরে আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডেমরামুখী লেগুনাটির সংঘর্ষ হয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ পিএম

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. রাজিব (৩১) নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক এসআই মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব লেগুনার চালক ছিলেন।

আহতরা হচ্ছেন, মো. হৃদয় হোসেন (২২), আব্দুল বাতেন (৪৫), বাসার (৪০), শান্ত (১৯), আব্দুল গনি (৪৫), মো. হাসান (৪০) ও সাগর (১৮)। অপর একজনের নাম জানা যায়নি।

এসআই মো. তাজুল ইসলাম বলেন, “বাঁশেরপুল নতুন রাস্তার উপরে আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডেমরামুখী লেগুনাটির সংঘর্ষ হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় লেগুনার চালকসহ যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক মো. রাজিবকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. তাজুল ইসলাম আরও বলেন, আমরা মেডিকেলে গিয়ে তিনজনকে চিকিৎসাধীন অবস্থায় পেয়েছি। বাকিরা হয়তো প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এছাড়াও বাস এবং লেগুনাটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন।

   

About

Popular Links

x