Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘প্রশাসন আমাদের দাবি পুরণের আশ্বাস দিয়েছে’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৪ পিএম

দিনভর যাত্রীদের  দুর্ভোগের পর রাতে কর্মবিরতি স্থগিত করেছেন সিলেটের পরিবহন শ্রমিকরা।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টায় এমন তথ্য জানান সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

বুধবার ভোর থেকে ফের গণপরিবহন চলাচল শুরু হয়েছে সিলেটে।

আলী আকবর রাজন রাজন বলেন, “প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। একইসঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ করেছে। তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মসূচি স্থগিত করছি।”

এর আগে মঙ্গলবার রাত ৮টায় সিলেট সার্কিট হাউসে শ্রমিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

About

Popular Links