Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

মীরসরাইয়ে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৪

নিহতদের সবাই পথচারী ছিলেন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার সোনাপাহাড় ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দিন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মেহেদি হাসান (২২), সুমন (২৮), শেখ ফরিদ (৩০) ও আবুল কাশেম।

আহতদের মধ্যে রয়েছেন জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০), রফিক (২৫), আব্দুল আউয়াল (৫০) ও শেখ আহমেদ (৪৫)।

জোড়ারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জানান, নিহতদের সবাই পথচারী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x