Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রী: বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না

বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান চায়। তবে কাজ না হলে জাতিসংঘকে জানানো হবে।”

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি আহসানিয়া মিশনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা কথা দিয়ে কথা রাখেনি। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। মিয়ানমার ভবিষ্যতে সংযত থাকবে আশা করছি।”

বাংলাদেশ যুদ্ধে জড়াবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাংলাদেশ এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়।”

বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x