Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ ভাইয়ের যাবজ্জীবন

রায় ঘোষণার পর আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৯ পিএম

কুষ্টিয়ায় ওয়াজেদ আলী নামে একজনকে কুপিয়ে হত্যার দায়ে পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা, জানবার, আব্দুল মান্নান মণ্ডল, হান্নান ও আলাউদ্দিন। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, তরবারি, রামদা, বাঁশের লাঠি ও রড নিয়ে ওয়াজেদ আলীর ওপর আক্রমণ করেন। এরপর তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন নিহতের ছেলে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১ জানুয়ারি তদন্ত কর্মকর্তা এস আই ফয়সাল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন। 

কুষ্টিয়া আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী ঢাকা ট্রিবিউনকে বলেন, “পূর্ব শত্রুতার জেরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।”

   

About

Popular Links

x