সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে “আপত্তিকর” মন্তব্যের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির।
আরও পড়ুন- ঝিনাইদহে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক আটক
তিনি জানান, “ফেসবুকে ওই শিক্ষার্থী ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য পোস্ট করেন। এরপর সমালোচনা শুরু হলে ভোরে বীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। তাকে আটক করেছে পুলিশ।