সপ্তাহখানেক পার না হতেই দ্বিতীয়বারের মতো আত্নহত্যার ঘটনা ঘটল মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গনে। এবার আত্নহত্যা করল বাংলাদেশি এক নাগরিক। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও, এখনও নাম জানা সম্ভব হয়নি বাংলাদেশি ঐ নাগরিকের।
নিরাপত্তা বাহিনীর সিসিটিভি ফুটেজ পরীক্ষায় দেখা গেছে, দ্বিতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ছেন অজ্ঞাতনামা ঐ ব্যক্তি এমনটাই জানিয়েছে গালফ নিউজ। অন্যদিকে সৌদিভিত্তিক সংবাদ সাইট সাবিও এক প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় তলা থেকে লাফিয়ে নিচে প্রার্থনারত এক সুদানিজ ব্যক্তির উপর পড়েছেন তিনি। এতে ঐ সুদানিজ ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন।
এ দূর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগে ঠিক একইভাবে ২৬ বছর বয়সী ফরাসী এক নাগরিক আত্নহত্যা করেন মক্কার মসজিদুল হারাম প্রাঙ্গনে।